Quick Exam

 Exam Name: Quick Exam

Day of Every Exam: Saturday

Start Time: Saturday Morning

Given Time: 15 Minutes for 50 MCQs & 30 Minutes for 100 MCQs

Last submission Time of Exam: 12 AM

নিচের বাটন থেকে প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে হবে। কোন পরীক্ষার আগে কোন প্রশ্ন পড়তে হবে সেটা পরীক্ষার গ্রুপে জানিয়ে দেওয়া হবে। 

পরীক্ষা দেওয়ার কিছু নিয়ম:
  • নিজের পূর্ণনাম এবং জেলার নাম ইংরেজিতে লিখে লগ ইন করতে হবে।
  • সময় শেষ হওয়ার আগে উত্তরপত্র সাবমিট করতে হবে।
  • পরীক্ষায় নাম সঠিক ভাবে না লিখলে তার মেরিট অনুযায়ী রেজাল্ট পাবলিশ করা হবে না। নাম এবং নামের টাইটেল ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন। যেমন: anik chowdhury ✖️ বা Anik chowdhury ✖️ বা ANIK CHOWDHURY ✖️ নয়, Anik Chowdhury ✔️ এভাবে লিখবেন।
  • পরীক্ষা চলাকালীন সময়ে কোথাও পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা যাবেনা। কিন্তু পরীক্ষা শেষে অবশ্যই প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবেন।
  • পরীক্ষার পরের দিন মেধাতালিকাসহ প্রশ্নপত্রের সমাধান দিয়ে দেওয়া হবে।
  • পরীক্ষা দিতে কোন সমস্যার সম্মুখীন হলে এক্সামিনারের সাথে যোগাযোগ করবেন।
  • পরীক্ষার উত্তরপত্র সাবমিট করার শেষ সময়ঃ রাত ১২ টা ০০ মিনিট

(পরীক্ষা দেওয়ার সময় নিজের নাম এবং জেলার নাম ইংরেজিতে লিখবেন।)
পরীক্ষা দেওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করতে হবে।

(If you encounter any problems while participating in the examination, please get in touch with the examiner.)

N. B. You can take the exam anytime between 12 AM on the day of the exam. Your countdown timer will start whenever you open the question paper.